মোদিকে এনে মুজিবকে অপমান করা হবে; হরিপুর বিক্ষোভ সমাবেশে
1 min read
মো: আব্দুল্লাহ (বিশেষ প্রতিনিধি,সিলেট) :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজরে ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে এবং ইসলাম ও মুসলমানদের দুশমন মসজিদ মাদ্রাসা ধবংসকারী, নির্মমভাবে মুসলমানদের হত্যাকারী ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশ না আসার দাবিতে ৫নং ফতেহপুরের তাওহীদী জনতার আয়োজনে ৪ মার্চ বুধবার দুপুর ৩ টায় বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসূচি অনুষ্টিত হয়।
সভাপতি মুফতি ইউসুফ দাঃবাঃ সাহেবের সভাপতিত্বে মাওলানা হিলাল আহমেদ, ৫নং ফতেহপুর ইউ/পি পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা রহমত উল্লাহ,সাবেক ৭নং ওয়ার্ডের ইউ/পি সদস্য আব্দৃর রকিব, মুফতি জিল্লুর রহমান, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আব্দুর কাদির (বাগের খালী),মাওলানা আনোয়ারুল হক, মাওলানা ফুরকান আলী, মাওলানা নজরুল ইসলাম (তোয়াকুলী),মুফতি আং সালাম (জৈন্তাপুরী), মাওলানা আং মান্নান (দরবস্তী),মাওলানা জমসিদ আলী, মাওলানা কুতুব উদ্দিন শিকদার, মাওলানা জয়নাল আবেদীন,মাওলানা কবির আহমেদ, মাওলানা শফিকুল হক, মাওলানা ফারুক আহমেদ,মাওলানা নজির আহমেদ, মাওলানা আং ওয়াদুদ, মাওলানা ইব্রাহীম, মাওলানা হানিফ আহমেদ ( ডৌবাড়ী), মাওলানা জাকির হোসেন, মাওলানা আং জব্বার সহ স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।
বক্তব্যে বক্তারা বলেন, ‘দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনও নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করা হোক।’
আরো বলেন, ‘এ ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর আজকে সেই মুসলমানদের সঙ্গে মোদি সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে। অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল। সেই দালাল গোষ্ঠীই আজকে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে।’
হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমাদের দেশ শান্তির দেশ। এ দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ মুসলিম, অমুসলিমরা সবাই একসঙ্গে বসবাস করছে। আমরা অমুসলিমদের ওপর কখনো আক্রমণ করি না। আমরা বাংলাদেশে সম্প্রীতি দেখতে চাই। আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিশ্বাসী না। কিন্তু আমাদের দেশে এই খুনি মোদিকে আসতে দেয়া হলে এ দেশের সম্প্রীতি-সুনাম নষ্ট হবে। তাই তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা অনুরোধ করব, অনতিবিলম্বে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার দাওয়াত নাকচ করে দেন। তা যদি করতে ব্যর্থ হন, তাহলে এ দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাও করতে বাধ্য হবে। তবুও কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’
সামাবেশে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহন করেন মাদ্রাসাতুল উলুম দারুল হাদীছ হরিপুর বাজার মাদ্রাসা, দারুল উলুম হেমু মাদ্রসা, মিছবাহুল উলুম শ্যামপুর-বাগেরখাল মাদ্রাসা, ক্বাসীমুল উলুম হেমু নয়া গ্রাম মাদ্রাসা।