গাড়িসহ চুর ধরিয়ে দিলে নগদ ৪০ হাজার টাকা পুরষ্কার
1 min readমোছাব্বি মাশরাফি।।
গতকাল রাত ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহ, সিলেট আন্তর্জাতিক বানিজ্যমেলার সামনে থেকে চুরি হয়ে যায় ইয়ামাহা R-15 একটি মোটরবাইক।
গাড়িটির নম্বর- সিলেট ল – ১১ ৯৯ ৬৪।
যা জানা যায়,টিপলু সরকার নামের একজন ব্যাক্তি উনার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। তিনি আরো বলেন কেউ কোথায় গাড়িটি দেখলে উনাদের অবগত যেন করেন,এবং মোটরবাইক সহ চুর ধরিয়ে দিলে নগদ ৪০ হাজার টাকা পুরস্কার।
প্রয়োজনে-
০১৭১১-৪২৯২৬৮