অবৈধ মাটি খননে সিলেট সদরে অভিযান
1 min readমো: আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি সিলেট:– বেআইনি ভাবে সরকারি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় সিলেট সদর উপজেলা প্রশাসন।
সিলেট সদর উপজেলায় আজ ৪মার্চ রোজ বুধবার সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহুয়া মমতাজের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৯নং ওয়ার্ডের হাতুড়া গ্রামে।
ঐ এলাকায় রমরমা অবাধে চলছে মাটি কাটার ব্যবসা।
এই এলাকায় সরকারি জমি থেকে মাটি কেটে নিয়ে পাচার করছে মাটির ব্যবসায়িরা।এ ছাড়া প্রতিনিয়ত মাটি ভরা ডাম্পার ট্রাক চলাচলের কারণে ঐ গ্রামের রাস্তা ক্রমে ক্রমে নষ্ট হচ্ছে। বৃষ্টির জল মাটির সঙ্গে মিশে রাস্তা পিচ্ছিল হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।
মুহুয়া মমতাজ বলেন,অভিযান চলাকালীন সময় মাটির ব্যবসায়ীরা কেউ ছিলোনা ঘটনাস্থলে। তাই কাউকে জরিমানা করা যায় নি।তবে এলাকাবাসীর একতাবদ্ধতায় মাটি পুনরায় ভরাট করার নির্দেশ করা হয়।