সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মন্ত্রীর কাছে এলাকাবাসীর নালিশ
1 min readমিনহাজ উদ্দিন :: সিলেটের সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের জাফলং মামার বাজার অংশের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। এলাকাবাসীর অভিযোগ- কতিপয় মার্কেট মালিকের কাছ থেকে অবৈধ বখরা আদায় সংক্রান্ত ঘটনায় জড়িত থাকার কারণে সড়কটি এই অংশে নির্মাণ কাজ বাস্তবায়ন করতে সওজ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরবতা অবলম্বন করে আসছে। শনিবার সিলেট তামাবিল মহাসড়কের মামার বাজার অংশের নির্মাণ কাজ পরিদর্শনকালে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছে এসব কথা তুলে ধরেন এলাকাবাসী। এ সময় সিলেটের জেলা প্রশাসক এম.কাজী ইমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীরা মন্ত্রী ইমরান আহমদকে সড়কের মামার বাজার পয়েন্টসহ আশপাশের নির্মাণ কাজের ধীরগতির বিষয়ে অবহিতকরণের পাশাপাশি সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কেট ও দোকান মালিকদের কাছ থেকে বখরা আদায় সাপেক্ষ প্রকল্প নকশা পরিবর্তন ও উৎকোচ গ্রহণের অভিযোগ করেন। বিষয়টি অবহিত হয়ে মন্ত্রী ইমরান আহমদ এমপি দ্রুত মূল নকশা অনুসারে ভূমি অধিগ্রহণ সাপেক্ষ সড়কটির নির্মাণ কাজ সম্পন্নের নির্দেশ দেন। পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী ইমাদদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, পূর্ব জাফলং ইউ/পি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান লেবু প্রমুখ। সিলেট তামাবিল মহাসড়কের জাফলং মামার বাজার অংশে নির্মাণ কাজ ধীরগতি এবং মার্কেট মালিকদের কাছ থেকে বখরা আদায়ের অভিযোগের ব্যাপারে কথা হলে সিলেটের সড়ক ও জনপথের এস.ডি মো. আনিছুর রহমান বলেন, ওই প্রকল্পের কাজ নিয়ম মাফিকই হচ্ছে। নকশা পরিবর্তন কিংবা বখরা আদায়ের অভিযোগ সঠিক নয়।