মাদানিয়া মাদরাসায় সায়্যিদ হাসান আসজাদ মাদানি
1 min read
এইচ এম জিয়াউর রহমান।।
০৩ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় বাবায়ে জমিয়ত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. এর প্রতিষ্ঠিত দ্বীনি দরসগাহ জামিয়া মাদানিয়া মাদরাসা বিশ্বনাথ,সিলেটে শুভাগমন করেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, কুতবুল আলম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.এর সুযোগ্য সাহেবজাদা হযরত সায়্যিদ আসজাদ মাদানী দা.বা.এর সুযোগ্য উত্তরসূরি আওলাদে রাসুল হযরত সায়্যিদ হাসান আসজাদ মাদানী দা.বা.।
তিনি প্রথমে তাঁর আগমনের সংবাদ পেয়ে জামিয়ার জামে মসজিদে জড়ো হওয়া মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত করেন। এবং উক্ত মজলিসেই বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী রহ.এর সর্বকনিষ্ঠ কন্যা আলীমা আমাতুল্লাহ মামদুদাহ আক্তারকে গোলাপগঞ্জ উপজেলার সিতা ফুলবাড়ী গ্রামের আলহাজ্ব রাকীব আলী সাহেবের পুত্র মাও.ইব্রাহিম আলী’র সাথে আক্বদে নিকাহ’র কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় উপস্হিত জামিয়া মাদানিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী রহ.এর সুযোগ্য সাহেবজাদা মাও:শিব্বির আহমদ বিশ্বনাথী দা.বা.।বিশ্বনাথী রহ.এর সাহেবজাদা ইউকে জমিয়ত নেতা মাও:ফখরুদ্দিন বিশ্বনাথী। কনে-বর উভয় পক্ষের আত্মীয়স্বজন। জামিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম ও ছাত্রবৃন্দ।
নিকাহকার্য সম্পন্ন হওয়ার পর আল্লামা সায়্যিদ হাসান আসজাদ মাদানী দা.বা.বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী রহ.এর কবর যিয়ারত করতঃ জামিয়ার দফতরে কিছুক্ষণ অবস্হান করে জামেয়াকে বিদায় জানান।