দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে রাজনগরে আল-ইসলাহ ও তালামীযের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
1 min readমুস্তাক রুমেন :: আজ ৩ মার্চ ২০২০ ইংরেজী মঙ্গলবার বাদ যোহর রাজননগর উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এবং মিছিল শেষে রাজনগর কলেজ পয়েন্টে গন জামায়েত অনুষ্ঠিত হয়।
গন জামায়েত সভায় রাজনগর উপজেলা আল-ইসলাহ’র মুহতরাম সভাপতি জননেতা মাওলানা নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ভিবিন্ন সংঘটনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেনঃ “মুসলমানেরা যত জায়গায় রক্তায়িত হয়েছে তত জায়গায় বিজয় লাভ করেছে। আর আমরা বিশ্বাস করি যে, ভারতের দিল্লিতে আল্লাহর গজব অচিরেই নেমে আসবে ইনশা আল্লাহ”
‘আজ ভারতের হিন্দু সম্প্রদায় মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা করে আর মুসলমানদের মসজিদে আগুন লাগিয়ে তারা তাদের আদর্শের পরিচয় দিয়েছে’
বক্তারা আরো বলেনঃ যেই দেশ ৯০% মুসলমাদের, সেই দেশে সন্ত্রাসী নরেন্দ্র মুদিকে যেনো আসতে না দেওয়া হয় মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এই আহবান রাখেন তারা”
এ সময় আরো বক্তব্য রাখেনঃ রাজনগর উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক জননেতা সুহেল আহমদ সাহেব, রাজনগর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলী হোসাইন (মিতুল), রাজনগর উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুর রব সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা রাহেল আহমদ সাহেব, সমাপনী বক্তব্য রাখেন রাজনগর উপজেলা আল-ইসলাহ’র মুহতরাম সভাপতি জননেতা মাওলানা নজরুল ইসলাম সাহেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
রাজনগর উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক জননেতা মাওলানা রিয়াদুস সালেহীন রিয়াজ সাহেব, অর্থ সম্পাদক হাজী মতছির আলী সাহেব, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ শাহনেওয়াজ আহমদ সাহেব,সাধারণ সম্পাদক হাফিজ জাকির আহমদ সাহেব প্রমুখ।