ভোটার দিবসে ইউএনও সাকিবের নেতৃত্বে গোয়াইনঘাটে র্যালি অনুষ্ঠিত
1 min readআবু তালহা তোফায়েল :: ০২ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা সদরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল হক মেম্বার ও গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় বর্ণাঢ্য র্যালিতে “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নেব” স্লোগানে মুখরিত হয় উপজেলা সদর।