বিশ্বের সব দেশেই হানা দিবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
1 min readঅনলাইন নিউজ ডেস্ক :: ২০১৯ এর ৩১ এ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপি। বর্তমানে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ৫৯ টি দেশ। প্রথম আক্রান্ত কারি দেশ চীনে বর্তমানে করোনা ভাইরাসের ফলে মৃতের সংখ্যা ২ হাজার ৯১২ জন এবং বিশ্বব্যাপি মৃতের সংখ্যা প্রায় ৩ হাজারের মতো।
এদিকে,সোমবার সুইজারল্যান্ডের, জেনেভায়, এক সংবাদ সম্মেলনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার জানিয়েছেন, করোনা ভাইরাস শিগগিরই থামছে না এ ভাইরাস বহুদিন তান্ডব চালাবে, এবং বিশ্বের সব জাতির উপর দিয়ে হানা দিতে পারে। এবং, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূখপাত্রের সংঘে তালমিলিয়ে একই সংস্থার মহাসচিব, ড. টেডরোস অ্যাঢানোম বলেন, এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে,এবং পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে।
(সংবাদ সংগ্রহে মুসাব্বি মাশরাফি)