দিল্লির গণহত্যা : আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব, প্রশ্ন আল্লামা তাকি উসমানির
1 min readতোফায়েল বিন জব্বার : বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে দিল্লিতে মুসলিম হত্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি।
শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া ওই বার্তায় তিনি লেখেন– গোটা ভারতসহ বিশেষ করে দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে চলছে চরম বর্বরতা। চলমান এ বর্বরতা মোদি সরকারের ঘৃণ্য চেহারাই দেখিয়ে দিচ্ছে।
‘এ পরিস্থিতিতে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এটি তাদের জন্য বড় একটি পরীক্ষা। নাকি বৈশ্বিক নীতিমালার অনুসরণ শুধু আমাদের (মুসলিমদের) জন্যই? আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব?’
আল্লাহ মুসলমানদের সহিহ বুঝ দান করুণ আমীন।