খোরাসানের বীর
1 min read[আনিসুর রহমান]
আমেরিকার লাল কুত্তাদের
পরাজয়ের দৃশ্য,
অবাক হয়ে দেখল আজকে
এই যে সারা বিশ্ব।
খোরাসানের বীর সেনাদের
বলতো যারা জঙ্গি,
তারাই এখন চাইবে যে খুব
হতে তাঁদের সঙ্গী।
বীর মুজাহিদ আফগানিরা
মৃত্যেুকে তো ডরে না,
আসুক বিপদ পাহাড় সমান
পিঠ দেখিয়ে সরে না।
ঊনিশবছর যুদ্ধের ময়দান
পিছু তারা হঠেনি,
পশ্চিমাদের লোভলালসায়
তাঁরা কভু পটেনি।
বুকের ভিতর সাচ্চা ঈমান
যুদ্ধের মাঠে লড়েছেছে,
লাল কুত্তাদের আচ্ছা মতো
টুটিচেপে ধরেছে।
ঈমান যাঁদের বুকের ভেতর
বিন্দুমাত্র ভয় তো নাই,
বাঁচলে শহীদ মরলে গাজী
তাঁদের শুধু জয় তো চাই।
অনেক ত্যাগে,লাশের স্তুপে,
রক্তসাগর বইছিল,
সারা বিশ্বের মানুষ তাঁদের
জঙ্গি বলে কইছিল।
কোথায় গেলি মুনাফিকদল
ছিলে ভিন্ন রূপধরে,
তালেবানদের বিজয় দেখে
আচিস কেন চুপকরে!