হরিপুর বাজার উপ-পরিষদের সম্ভাব্য সভাপতি পদ প্রার্থী নুরুল হক
1 min readমো: আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি সিলেট :- সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত হরিপুর বাজার উপ-পরিষদে ত্রি- বার্ষিক নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদ প্রার্থী সিলেট জেলা সদস্য ও সাংগঠনিক উপকমিটির আহবায়ক নুরুল হক।
নুরুল হক বলেন পরিবহণ শ্রমীক ঘুমে আচ্ছন্ন পৃথিবী জেগে উঠার আগেই তারা জেগে উঠেন। শহরের বুকে রাত নামে,শহরটা ঘুমিয়ে যায় কিন্তু তবুও তারা জেগে থাকেন! তারা জেগে থাকেন এ বসুন্ধরাকে বেশি সুন্দর করার প্রয়াসে,,, তারাও ঘুমের মাঝেও স্বপ্ন দেখেন এক সৃজনশীল পৃথিবীর…. তাইতো তারা শুধু পরিবহন শ্রমিক নন বরং অন্য কিছু!
এতো কিছুর পরেও তারা বঞ্চিত,লঞ্চিত, অবহেলিত এবং মাঝে মাঝে অপমানিত!
ধনতন্র,পুঁজিবাদ,সাম্রাজ্যবাদের এ পৃথিবীতে আবারো একটা শিকাগো জ্বলে উঠুক! আবারো একজন লেনিন ফিরে আসুুক শ্রমের পক্ষে,পরিবহণ শ্রমিকের পক্ষে কথা বলার জন্য,,,,শ্রমীকের সুখেদুঃখে পাশে থাকতে চাই।
পরিবহণ শ্রমিকের পাশে থেকে যাতে কাজ করতে পারি এবং হরিপুর বাজার উপ-পরিষদের উন্নয়নের লক্ষে কাজ করতে পারি তাই সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।