প্রশাসনিক থানা চাই স্লোগানে উত্তাল গাছবাড়ি বাজার
1 min readনিজস্ব প্রতিনিধি ।।
গাছবাড়ী ঐতিহ্যমন্ডিত এক এলাকার না। এর রয়েছে ইতিহাস। গাছবাড়ী থানা হওয়ার কথা ছিলো বহু আগেই। কিন্তু কর্তাব্যক্তিদের অবহেলা, অকর্মক মানসিকতার কারণে কাজটি অপূর্ণ পড়ে আছে দীর্ঘদিন থেকে। কিন্তু এভাবে আর কতকাল?
এবার জাগ্রত হয়েছে গাছবাড়ী ছাত্রসমাজ। করেছে বিশাল মানববন্ধন। নামিয়েছে জনতার ঢল।
আজকের মানববন্ধনে ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি উপস্থিত হয়েছেন তিন ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।
উপস্থিত ছিলেন গাছবাড়ী কামিল মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল তাহের উদ্দিন সাহেব। একই মাদরাসার সম্মানিত আরবি প্রভাষক ড. ইবরাহীম আলী।
বক্তব্য রাখেন যুব জমিয়ত নেতা মাও: আব্দুর রাজ্জাক সাহেব ও মাও: মুহি উদ্দিন শিকদার, শুয়াইব নাঈম।
এছাড়াও সকল প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ছাত্রসমাজের সদস্যগণ বক্তব্য রেখেছেন।
মানববন্ধন থেকে একটি দাবির প্রতিই জোর আবেদন জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে, যেনো অচিরেই গাছবাড়ী বাজারে প্রশাসনিক থানা বাস্তবায়ন হয়!