সাম্যের দেশে সন্ত্রাসী মোদি আসতে পারবেনা; গোয়াইনঘাটে জমিয়তের হুশিয়ারি
1 min readআবু তালহা তোফায়েল :: ২৯ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলা সদরে, গোয়াইনঘাট উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ভারতের দিল্লিতে মুসলিম নির্যাতন ও মসজিদ, মাদরাসা ও ঘরবাড়ীতে অগ্নিসংযোগ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন কয়েছের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জাকির হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ-সম্পাদক মাওলানা রফিক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি জিয়াউর রহমান কাওসার, সাধারণ সম্পাদক ও সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত, সহ-সভাপতি মাসুক আহমদ।
এতে বক্তারা বলেন- অবিলম্বে ভারতের দিল্লীতে চলমান মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি- ভারতে নতুন নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি তৈরীর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে দেশটির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর উগ্রবাদী হিন্দুরা নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছ।
বক্তারা আরো বলেন, ভারতের রাজধানী দিল্লিতে বেশ কয়েক দিন ধরে বর্বরোচিত হত্যাকান্ড চললেও দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, রাজ্য সরকার কেউই তা থামাতে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তাছাড়া দিল্লিতে একের পর এক মসজিদে হামলা চলছে। সেখানে মসজিদের মিনারগুলোতে হিন্দুধর্মীয় প্রতীক স্থাপন করা হচ্ছে। যা মুসলমানদের ঈমান- বিশ্বাস-অনুভূতির প্রতি চরম অবমাননাকর। যা মুসলিম বিশ্ব নিরবে সহ্য করতে পারেনা।
তারা বলেন, ভারতের মুসলমানদের বিরুদ্ধে নির্মম হত্যাকান্ড চললেও বাংলাদেশের সরকারসহ বিশ্বসমাজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকার এই গণহত্যার জন্য প্রধানতম দায়ী ব্যাক্তি নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বাংলাদেমের জনগণ মোদির সফর কোনভাবেই বরদাস্ত করবে না।
দেশের শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটূট রাখতে এবং ভারত সরককরের মুসলিমবিদ্বেষী অপতৎপরতার প্রতিবাদ জানাতে জালেম নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সরকারকে বাতিল করতে হবে। কারন দেশের শান্তিকামী মানুষ গুজরাটের কসাইখ্যাত দিল্লী গণহত্যার খলনায়ক নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে কোনক্রমেই সহ্য করবেনা।
উপস্থিত ছিলেন হেলাল আহমেদ, আব্দুল আহাদ, যুবনেতা তাজ উদ্দিন, মঞ্জুর আহমেদ, বাহার উদ্দিন, আবুল কাশেম, ফয়সাল আহমেদ, আব্দুল্লাহ মাহফুজ, বিলাল আহমদ রাসেল, মঞ্জুর আহমেদ, আলামিন প্রমুখ।