রাজনগর উপজেলা তালামিযের বিক্ষোভ মিছিল মঙ্গলবার’
1 min readমুস্তাক রুমেন :: ভারতের দিল্লীতে মুসলিমদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ৩রা মার্চ মঙ্গলবার বিক্ষোভ মিছিল এর ডাক দিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া, রাজনগর উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার বাদ যোহর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হবে। ঈমানী চেতনা নিয়ে প্রতিবাদী এই কর্মসূচিকে সফল ও স্বার্থক করার জন্য আহ্বান জানিয়েছেন রাজনগর উপজেলা তালামিযে নেতৃবৃন্দ।