গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
1 min readজুবায়ের আহমদ।।
২৯ শে ফেব্রুয়ারি ২০২০খ্রি. রোজ শনিবার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী
গোয়াইনঘাট সরকারি কলেজ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পিঠা উৎসবে দেখা যায় গ্রাম বাংলার ঐতিহ্যের মেড়া পিঠা, নকশি পিঠা, লবাঙ্গ পিঠা, পাকন পিঠা, পোডিং পিঠা,
মাছ পিঠা, ফুলজুড়ি পিঠা, সূর্য্যমুখী পিঠা, গুলাপ পিঠা, পোলি পিঠা,নারকেল পিঠা, এরকম
৪৮ ধরনের পিঠা তৈরী করেছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গোয়াইনঘাট সরকারি কলেজ।
পিঠা উৎসব’র উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জনাব, ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.এনামুল হক সরদার, অধ্যক্ষ ইমরান আহমদ মহিলা কলেজ জৈন্তাপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব, পুলকরঞ্জন চৌধুরী।
শনিবার সারাদিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজনে গোয়াইনঘাট সরকারি কলেজের সকল বিভাগের ছাত্র-ছাত্রী ক্রেতা হিসেবে ভীড় করে।
পিঠা উৎসবের আয়োজন শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব।
আজকের এরকম সুন্দর আয়োজনে অংশগ্রহণ করে গোয়াইনঘাট সরকারি কলেজের সকল ছাত্র-ছাত্রী আনন্দিত এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
প্রতিবছর এরকম অনুষ্ঠানের আশাবাদী।