❝জেগে ওঠো হে মুসলিম❞
1 min read
[আব্দুল্লাহ আল নোমান]
❝’রাখরে জীবন রাখ বাজি,
হয়ত শহীদ নয় গাজী।
অত্যাচারীর লৌহ কপাট
ভেঙে দে আজ ভেঙে দে।
বিষাদ যাদের নিত্য সাথী
মন তাহাদের রেঙে দে।
মাথায় কাফন বাঁধ আজি,
রাখরে জীবন রাখ বাজি…।
শঙ্কা-দ্বিধা সব দলে,
ছুটরে নবীন ছুট বলে।
ডাকছে দিল্লির মাসজিদে,
থাকিসনা আর ঘোর-নিদে।
হাঁক বিজয়ের হাঁক আযান,
আন রে প্রলয় ঝড় তুফান।
বাঁধ শিকলে সব পাজি,
রাখরে জীবন রাখ বাজি…।
ঝড় ওঠেছে মাঝ নদে,
রাম বসেছে সব পদে!
মরছে মুমিন দিল্লির জমিনে,
চলছি তবু ক্যান্ ধীরে?
হইছে অনেক পাপ জমা,
নেই তো ওদের আজ ক্ষমা।
পাল উড়িয়ে দে-মাঝি,
রাখরে জীবন রাখ বাজি.❞
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)