ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ
1 min readএম, এবাদুর রহমান খান, বিয়ানীবাজার প্রতিনিধি।।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত, আজ ২৮-০২-২০২০ ইং. শুক্রবার বাদ মাগরিব বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শাখা সহ সভাপতি, মাও শায়েখ আতিকুর রহমান সাহেবের সাভাপতিত্বে ও নেতৃত্বে বিয়ানীবাজার শহর প্রদক্ষিণ করে এসে পথসভায় মিলিত হন।
এসম উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তাগন বর্তমান সরকারের প্রতি দাবি জানান যে, আগামী মুজিবের শত বর্ষী অনুষ্ঠানে কোন ভাবেই যেনো, রক্ত পিপাসু চা বিক্রেতা মোদিকে পবিত্র বাংলার মাটিতে যেন আমন্ত্রণ না করা হয়।
পরিশেষে দোয়ার মাধ্যমে প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।