ইউপি নির্বাচনে কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউপিতে জমিয়ত মনোনীত প্রার্থী মাও. আজিজ
1 min readনিজস্ব প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে জমিয়ত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ কে নির্বাচীত করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদন নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অংশ গ্রহন করতে দেশব্যায়াপি দলীয় প্রার্থী নির্বাচন চলছে।তার অংশ হিসেবে আজ ২৮/০২/২০২০ কানাইঘাট উপজেলায় ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে জমিয়তের দলীয় প্রার্থী নির্বাচনী এক সাধারণ সভা বাদ মাগরিব স্হানীয় সীমা বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন জমিয়তের সভাপতি বিশিষ্ট আলেম ব্যবসায়ি সমাজসেবী ও খতিব সীমা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেবকে জমিতয় মনোনীত ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন জমিয়তের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সহ সভাপতি হাফেজ মাহমুদ হোসাইন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা কামরুজ্জামান যুব জমিয়ত জেলা সহসভাপতি আব্বুর রাজজাক, আব্দুল করিম তারেক, মাওলানা ওলি আহমদ, মাওলানা হেলাল আহমেদ মাওলানা মুজাহিদ, মাওলানা আব্দুল মালিক, আব্দুল হেকিম নুরুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা ইয়াহ ইয়া, মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা আব্দুলল্লাহ আফতাব উদ্দিন নোমান ছিদ্দিক, হাফেজ যুবায়ের আহমদ আবু সুফিয়ান সহ ইউনিয়নের জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়ত সর্বস্তরের কর্মী সমর্থকবূন্দ।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।
২৮/২/২০২৯