আমল নষ্টের চক্রান্ত; সচেতনতার আহ্বান
1 min read
কাকলী আক্তার মৌ।।
জাতি হিসেবে আমরা সবাই মানুষ;কিন্তু তারচেয়ে বড় পরিচয় হল আমরা মুসলমান।
কলিমা পাঠ করে ইমান এনেছি,আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি।
সেই বিশ্বাসকে নষ্ট করার জন্য কতিপয় লোক বিভিন্ন কৌশলের অবলম্বন করে যাচ্ছে।
কোন কোন ক্ষেত্রে সফলও হচ্ছে আবার কোন ক্ষেত্রে বিফল।
যখন মুসলমানদেরকে টাকার বিনিময়ে বশ করা যাচ্ছিল না তখন কিছু বিজ্ঞ লোক সিদ্ধান্ত নিল যে,
কি করে মুসলমানের ইমান দুর্বল করা যায়।তখন তারা আবিষ্কার করল যেহেতু মুসলমান পাঁচ ওয়াক্ত নামায পড়ে
আর নামায হল সর্বোচ্চ পর্যায়ের ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম;
তাই তারা নামাযকেই বেছে নিল।সেই প্রেক্ষিতে ঐ সকল লোক সুকৌশলে বিচ্ছু,বাদুর এবং মক্কা,মদিনার মসজিদের ছবি অংকিত
জায়নামায বানাতে লাগল এবং বিভিন্ন মুসলিম দেশে তা বিক্রয় করতে লাগল।
একটু খেয়াল করে দেখুন তো আমাদের কিবলা হল মক্কার মসজিদ;কিন্তু জায়নামাযে মক্কার মসজিদের ছবি অংকিত থাকায় তা অসাবধানতা বশত
পায়ের নিচে চলে যাচ্ছে বা পা স্পর্শ করছে পদ দলিত হচ্ছে;যা কাবার শানে বেয়াদবী। এটা কি কখনো ভেবে দেখেছেন?
যদি না ভেবে থাকেন তাহলে এখন থেকে ভাবুন।নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। আমার কথায় ভুল হতে পারে;
কিন্তু কথাটি অমূলক নয়। আমি চাই, আমাদের একটু খানি অসাবধানতার জন্য যেন আমাদের আমল বরবাদ না হয়ে যায়।
আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তওফিক দান করুন। আমিন।