উর্ধে তুলে রাখশির
1 min read[আনিসুর রহমান]
ভারতজুড়ে জ্বলছেে আগুন
উঠছে ফুঁসে দিল্লি,
সিংহের জাতি তোরা কেনো
হয়ে আছিস বিল্লি।
মরবেই যদি আজকে তোরা
লড়েই তবে মরনা,
আর থাকিস না অন্ধ সেজে
অস্ত্র হাতে ধর না।
ভয়ভীতি আর সব পিছুটান
রাখ না দূরে রাখ না,
মোদির গায়ে আগুন জ্বালা
হায়দারি হাঁক হাঁক না।
খুব দেখি খুব,বাড় বেড়েছে
অত্যাচারী মোদির,
মালাউন সব মুসলমানদের
ঝরাচ্ছে দ্যাখ রুধির।
বাতঘুমে বল থাকবি কতো
জীবন মায়া ডরে,
জাগার মতো উঠরে জেগে
থাকিস না আর ঘরে।
মসজিদ ভেঙ্গে উল্লাস করে
পোড়ছে ঘর ও বাড়ি,
থাকতে সময় আয়রে সবাই
যুদ্ধে তাড়াতাড়ি।
মরলে জানিস শহীদ তোরা
বাঁচলে হবে গাজী,
ভয় কিসে তোর বুকে ঈমান
শেষ করে দে পাজি।
আল্লাহ্ তোদের সহায় হবেন
কণ্ঠে তুলরে তাকবির,
মুসলমান তো বীরের জাতি
উর্ধে তুলে রাখশির।
লেখক: আনিসুর রহমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)