❝দুঃখ মিয়া❞
1 min read
[আব্দুল্লাহ আল নোমান]
❝’দুঃখ আমার জীবন মরণ
দুঃখ-ই আমার সব,
দুঃখেই আমার জীবন গড়া
দুঃখের করি যব।
দুঃখ আমার সকাল-সন্ধ্যা
দুঃখ-ই আমার রাত,
দুঃখের বোঝা মাথায় আমার
দুঃখে ভরা হাত।
দুঃখ নিয়েই ঘুমোতে যাই
দেখি দুঃখের স্বপন,
দুঃখ আমার চিরো সাথী
দুঃখ-ই আমার আপন।
দুঃখ নিয়েই প্রভাত আমার
দুঃখ সারা বেলা,
দুঃখের বন্যায় ভাসছি আমি
বাইছি দুঃখের ভেলা।
দুঃখ নিয়েই জন্ম আমার
নামটি দুঃখ মিয়া!
তাই তো সবাই সুখ পেতে চায়
আমায় দুঃখ দিয়া’❞
লেখক:- আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)