“পাপের রাণী”
1 min read[আনিসুর রহমান]
পাপে কভু বাপ মানে না
যায় না রাখা চাপিয়া,
বুঝবে এবার এই সত্যটি
লজ্জাহীনা পাপিয়া।
ক্ষমতা আর দাপট দিয়ে
বেড়াইছে খুব ধাপিয়া,
মুখে লাগাম ছিল না তার
বাত করেনি মাপিয়া।
নারী হয়েও নারীর সম্ভ্রম
নিল যে এই পাপি-আ,
মরনের ভয় ছিল না তার
বুক উঠেনি কাঁপিয়া।
আকাম কু-কাম নষ্ট নদে
সুখেই ছিল ঝাঁপিয়া,
সে যে ছিল সন্ত্রাস খুনীর
বড় লিডার মাফিয়া।
দেশ ও দশের ক্ষতি করে
উঠত না সে হাঁপিয়া,
সাজা পেয়ে বুঝবে এবার
পাপের রাণী পাপিয়া।
লেখক: আনিসুর রহমান