নবীগঞ্জে ইজতেমা বন্ধের দাবিতে মিছিল -সমাবেশ
1 min readআশাহীদ আলী আশা :: হবিগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফ্রেবুয়ারী )দুপুরে সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে নবীগঞ্জ থানা পয়েন্ট থেকে মিছিলটি বের হয় এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মুড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।বক্তব্য দেন নবীগঞ্জ তাবলীগ জামায়েত পক্ষে হাজী মিজান উদ্দিন,মাওলানা ওমর নাছরুল্লাহ খাঁন,মাওলানা ওয়াজেদ আলীর পরিচালনায় সমাবেশে মাওলানা আব্দুস সহিদ,মাওলানা রফি উদ্দিন জালালী,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা শামীম আহমদ,মাওলানা সাব্বির আহমেদ,মাওলানা এনায়েত উল্লা প্রমুখ।।প্রসঙ্গত,তাবলিগ জামাতের সাদপন্থীরা আগামী ২৭,২৮ ও ২৯ ফ্রেবুয়ারী হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদ এলাকায় ইজতেমা উদ্যোগ নিয়েছে।বক্তারা বলেন,ঢাকা টঙ্গী ইজতেমার পরে আর কোন ইজতেমা নেই। তাবলিগ জামাত থেকে বিচ্যুত সাদপন্তীদের ইজতেমা বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।