ভাগ্য খুলতে পারে পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের; আশ্বাস দিলেন চেয়ারম্যান ফারুক ও মন্ত্রী আসাদুজ্জামান
1 min readসীমান্ত ডেস্ক :: জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারী সচল করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ।
সোমবার বিকেলে সচিবালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ হঠাৎ করে সনাতন পদ্ধতিতে পাথর আহরণ বন্ধ করার কারণে হাজার হাজার শ্রমিক বেকার এবং মানবেতর জীবন যাপন করছে বলে মন্ত্রীকে অবহিত করেন।
পাশাপাশি তিনি সনাতন পদ্ধতিতে পাথর আহরণ করা এবং বিশেষ করে জাফলং এ (ইসিএ) এলাকা বা মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার বাহিরে শ্রমিকের মাধ্যমে পাথর উত্তোলন করার সুযোগ দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে অনুরোধ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন বলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদকে আশ্বস্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।