তালিমপুর ইউপি ছাত্র জমিয়তের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
1 min readমাহদী হাসান :: মৌলভীবাজার বড়লেখা উপজেলাধীন ছাত্র জমিয়ত বাংলাদেশ তালিমপুর ইউ.পি শাখা’র উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারী হাকালুকি হাসপাতাল মাঠে “ভাষা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা সভা, আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান”অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাও. ওলিউর রহমান শামিম’র সভাপতিত্বে এবং খ্যাতিমান উপস্থাপক কবি মীম সুফিয়ান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন- বিশ্বজয়ী হাফিয আব্দুল্লাহ আল মাহফুজ, হাফিয জাকারিয়া, হাফিয আব্দুল্লাহ আল মাহদি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের ভাইস চেয়ারম্যান,সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,নর্থ ইস্ট জমিয়তের সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান,সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফরহাদ আহমদ,
বিশিষ্ট সমাজসেবী জনাব সাইদুল ইসলাম।
ইসলামী সংগীত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কলরবের পরিচালক আবু সুফিয়ান,
ফয়েজ আহমদ শাহরুখ, আল মজীদ। জাগরণের পরিচালক আব্দুল করীম দিলদার। শেখ এনাম, ইনভাইট। তাহিরুজ্জামান, দুর্নিবার। আরিফ বিল্লাহ, বিএফভি। সুফিয়ান বিন এনাম।
এইচ. আলীনুর, আলোর সিঁড়ী।
শিশু শিল্পী আব্দুল মুমিন,শিশু শিল্পী আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাও. বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাও. শায়েখ রমিজ উদ্দীন, সহ-সভাপতি মাও. আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাও. ইমাম উদ্দীন,মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি শিহাবুদ্দীন শাহ আলম, তালিমপুর ইউপি জমিয়তের সভাপতি মাও. বশীর উদ্দীন, হাফিয মাও. সাদিক আহমদ, সাংবাদিক এম.এম আতিকুর রহমান, মাও. আলী হুসাইন, মাও. সাইফুর রহমান, মাও. মাসুম আহমদ, মাও. আবিদুর রহমান, জনাব আব্দুর রহিম, খাইরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়- প্রধান অতিথি এ্যাডভোকেট মাও. শাহীনুর পাশা চৌধুরী, প্রধান মেহমান মাও. আখতারুজ্জামান, প্রধান বক্তা ছাত্রনেতা ফরহাদ আহমদ, অতিথি জনাব সাইদুল ইসলাম, জনাব আব্দুল মুকিত চৌঁধুরী, জনাব আলাল উদ্দীন দুলালকে।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১ম তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, এছাড়া আরো দশ বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।