আল্লাহ আমার সাথে আছে
1 min read[কাকলী আক্তার মৌ]
অস্ত্র দিয়ে,শক্তি দিয়ে,ভয় দেখাবি যত-
আমি মুসলিম,বুক ফুলিয়ে;এগিয়ে যাব তত।
মারবি গুলি,স্থব্দ বুলি;চেঁপে ধরবি ঘাড়-
আল্লাহ আমার সাথে আছে;ভয় পাই না আর।
সাহস যদি থাকে বুকে;রণাঙ্গনে চলে আয়-
দেখবি তখন,আমার সাহস;কুকড়ে মরবি হায়।
কাপুরুষের মত কেন,পিছনে অস্ত্র ধরিস?
ছল চাতুরির বর্ণ দিয়ে;আঘাতে কেন মারিস?
সাহস যদি থাকে তোদের;রণাঙ্গনে আয়-
দেখবি তখন,কেমন করে আঘাত করি গায়।
ছল চাতুরি,মিথ্যা ছেড়ে;জোর সাহসী পায়,
রণাঙ্গনে নেমে দেখা,শক্তি কেমন গায়?
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)