সময় পত্রিকা সত্য প্রকাশে পাঠকের হৃদয়ে আস্থা অর্জন অর্জন করেছে; পুলিশ সুপার
1 min readহবিগঞ্জ সময় পত্রিকা সত্য ঘটনা প্রকাশের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে আস্থা অর্জনে সক্ষম হয়েছে -পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)
আশাহীদ আলী আশা :: নবীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ষপূতি উপলক্ষে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। পরে সূধী সমাবেশ ও ‘স্মৃতিপাতা’র মোড়ক উন্মোচন করা হয়। গত শুক্রবার দিন ব্যাপী নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে দুই অধিবেশনে
উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মুহিতের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)।
এ সময় তিনি- দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রশংসা করে বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। ইতিমধ্যে পত্রিকাটি সত্য ঘটনা প্রকাশের মধ্য দিয়ে হবিগঞ্জবাসীর হৃদয়ে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটি হবিগঞ্জের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। পত্রিকার বর্ষপূর্তিতে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া খুবই প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, আমরা যারা হবিগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, আশা করি হবিগঞ্জ সময় পত্রিকাটি ইতিবাচক খবর প্রকাশের মাধ্যমে হবিগঞ্জের শান্তি শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সততা ও নিষ্ঠার সাথে সংবাদ প্রকাশে আপোষহীন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে হবিগঞ্জ সময় পত্রিকার আরো সমৃদ্ধি কামনা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের ও এম মুজিবুর রহমান প্রমুখ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল গফুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মোঃ লুৎফুর রহমান, সঈদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, রুস্তমপুর মাদ্রাসার সুপার মোঃ সাজ্জাদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া। শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন অষ্ট্রগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সাংবাদিক মুহিবুর রহমান, তৌহিদ চৌধুরী, সুমন আলী খাঁন, তাজুল ইসলাম ও আশরাফুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।