ছাতকে ইসকপ আলীগঞ্জের ২২তম তাফসির মাহফিল অনুষ্ঠিত
1 min readআবু সুলাইমান নাঈম, ছাতক থেকে :: ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ) আলীগঞ্জের ২২তম তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার আলীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সকাল ৭টা থেকে শুরু হওয়া তাফসির মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন, বর্তমান সময়ের বহুল জনপ্রিয় তরুণ মুফাসসির কুষ্টিয়ার মুফতি আমির হামজা।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা তাফসির মাহফিলের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, ইসকপের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী উবায়দুল হক শাহীন, মাওলানা মাহমুদুল হাসান পীর, ডা. শাহ সৈয়দুর রহমান, আবুল বশর, আরশ আলী, ক্বারি ফারুক আহমদ, হাবিবুর রহমান হবি ও নুরুল গণি এবং মাহফিল পরিচালনা করেন ইসকপের মুহাম্মদ সুজন মিয়া, সেলিম উদ্দিন, হাফিজ আবু সুফিয়ান ত্বোহা।
অন্যদের মধ্যে তাফসির পেশ করেন, সিলেটের মুফতি মাওলানা আলী হায়দার, চুয়াডাঙ্গার মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, ছাতকের হাফিজ মাওলানা আলী ওয়াক্কাস, জগন্নাথপুরের মাওলানা হোসাইন আহমদ, গোলাপগঞ্জের মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা আলী নুর আহমদ, মাওলানা আমিনুল হক রাহি প্রমুখ। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন, ঢাকার প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী নিয়ামত উল্লাহ নিজামী, তানভীর আহমদ হাজারী ও জুবায়ের আহমদ হাজারী।
এসময় প্রবীণ আলেম মাওলানা জালাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, এড. রেজাউল করীম তালুকদার, প্রিন্সিপাল গোলাম আজম, এড. আজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, মাওলানা সৈয়দ মনসুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, ডা. আব্দুল করিম, ডা. সুহেল মিয়া, মাসুম আহমদ মেম্বার, শাজিল হোসেন বাবুল মেম্বার, মামুনুর রশিদ,সাজুর আলী মেম্বার, আলহাজ্ব মাসুক মিয়া, আলহাজ্ব আতিকুর আহমদ, আবুল লেইচ, মানিক মিয়া হাজারী, আবুল বশর, ইসকপের সাবেক সভাপতি নুর আহমদ হিরন, আলী হোসেন, মুসলিম আলীসহ কয়েক সর্বাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।