হাতে হাত রেখে রাজপথে-মঞ্চে নাহিদের পাশে পল্লব
1 min readএম,এবাদুর রহমান খান :: দীর্ঘ প্রায় এক যোগ পর রাজপথে-মঞ্চে নাহিদের পাশে পল্লব!
দীর্ঘদিন পর বিয়্নীবাজারের রাজপথে একসঙ্গে দেখা গেল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে। একই সঙ্গে পাশাপাশি পায়ে হেঁটে পিচঢালা সড়ক মাড়িয়ে বর্ণমালার মিছিল নেতৃত্ব দিয়েছেন তাঁরা। অংশ নিয়েছেন একুশের আলোচনা সভায়ও। দীর্ঘপ্রায় একযুগ পর সাংসদ নাহিদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পল্লবের এক মঞ্চে অবস্থান ও রাজপথে পাশপাশি হাঁটার দৃশ্য নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বিয়ানীবাজার আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ হওয়ারও ইঙ্গিত দিচ্ছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বর্ণমালার মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।
বর্ণমালার মিছিলে অংশ নেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদএমপি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আইয়ালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের দিকে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয় বর্ণমালার মিছিলটি।
পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বারবার বাঙালি জাতি রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিজয়ী হয়েছে। ভাষা আন্দোলন ছিল বাঙালির আন্দোলন-সংগ্রামের উৎসমুখ। এসময় বক্তারা ভাষা আন্দোলনের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।