জেলের জালে নবজাতকের লাশ
1 min readমো. আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি,
সহযোগিতায় শিমুল আহমেদ, গোয়াইনঘাট:-
সিলেট গোয়াইনঘাট উপজেলায় আজ ২২/০২/২০২০ ইং রোজ শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময় গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারীঘাট পুড়াখাই নদী টিকর নয়াখেল, বিসনাটেক মধ্যেবর্তি রাংঙ্গা ডয়ার নামক স্থানে স্থানীয় এক জেলের জালে উটলো এক মৃথ নবজাতক ছেলে সন্তান।
এ খবর শুনে ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ/পি সদস্য শাহীন আলম,ও এলাকার মুরব্বীয়ান যুবসমাজ আর অনেক জনসাধারণ উপস্তিত হয়েছেন,তার পরবর্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ এএসআই শাহআলম এসে মৃত্য নবজাতক শিশুটি থানায় নিয়ে আসেন।