সিলেট বালুচরে সাংবাদিকের ভাতিজার উপর সন্ত্রাসী মামুন বাহিনীর হামলা
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধি:- সিলেট নগরীর এসএমপির শাহপরান থানা এলাকার উত্তর বালুচর জোনাকি এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের চাঁদাবাজি, মাদক সেবন ও সন্ত্রাসী হামলায় উত্তর বালুচর এলাকার নিরীহ মানুষজন অসহায় । এই সন্ত্রাসী মামুন বাহিনী প্রতিদিন ওই এলাকায় কে কোথায় নতুন বাসা বাড়ি তৈরি করছে সেখান থেকে চাঁদাবাজি করা তাহার একমাত্র পেশা ও দিনে রাতে মাদক সেবন করা সে কোন কাজকর্ম করে না এইসব করে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে ।
স্থানীয় সূত্রে জানা যায় গত ২০ শে ফেব্রুয়ারি২০২০ বৃহস্পতিবার দুপুর ১১ ঘটিকার সময় উত্তর বালুচর ইউসুফ স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্র সাকিব আহমেদ ও তার বন্ধু দিপু আহমেদ স্কুল থেকে বের হওয়ার সময় সন্ত্রাসী মামুন তাদেরকে চাঁদাবাজি কাজে লিপ্ত করতে চাইলে শাকিব আহমদ দিপু আহমেদ চাঁদাবাজি না করার জন্য অবাধ্য হওয়ায় সাকিবকে রাস্তায় ফেলে জনসম্মুখে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে তখন শাকিবের সাথের বন্ধু দিপু আহমেদ শাকিবকে মারপিট না করার জন্য মামুন ও তার বাহিনীকে বাধা দিতে চাইলে দিপু ও সাকিব কে ধাওয়া করে নিয়ে যায় শাকিবের বন্ধু দিপুর বাসায় সেখানে দিপুর আব্বা ও আম্মা তাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখার চেষ্টা করলে । তখন দেখা যায় মামুন তার বাহিনীকে নিয়ে রামদা ও দেশীয় অস্ত্র পাতি নিয়ে ওই ঘরের ভিতরে ঢুকে দিপুর আব্বা ও আম্মার উপর মারধর শুরু করে সন্ত্রাসী মামুন বাহিনী এবং ঘরের দরজা জানালা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে তখন দিপুর আব্বা আলাউদ্দিন সাহেবের স্ত্রীর গায়ের জামা কাপড় ছিড়ে টেনে-হিঁচড়ে তাহার গলা থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ লুটপাট করে নিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী মামুন বাহিনী ।
তারপরও শেষ হয়নি এই সন্ত্রাসী মামুন বাহিনী এখনো অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে এলাকায় আর বলছে কেন তাদের উপর মামলা দেয়া হলো মামলা যখন দেয়া হয়েছে তাহলে শাকিব ও তার বন্ধু দিপু কে হত্যা করে প্রয়োজনে জেলের ভাত খাবে । এখন এই সন্ত্রাসী মামুন বাহিনীর ভয়ে সাংবাদিক ফয়ছল কাদির তাহার ভাতিজা সাকিব আহমেদ এর উপর সন্ত্রাসী মামুনের হামলা ও হত্যার হুমকি শুনে বাদী হয়ে উক্ত শাহপরান থানায় হাজির হইয়া অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম সাহেবকে বিস্তারিত সবকিছু দেখিয়ে ও বুঝিয়ে বলে সন্ত্রাসী মামুন বাহিনীর উপর একটি অভিযোগ দায়ের করেছেন অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাইয়ুম সাহেবের কাছে । এদিকে একই হামলার শিকার দিপুর আব্বা আলাউদ্দিন তাহার স্ত্রীর ও সন্তানের উপর সন্ত্রাসী মামুন বাহিনীর হামলা ও হত্যার হুমকির ভয়ে এবং লুটপাটের একটি অভিযোগ দায়ের করেছেন শাহপরান থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাইউম সাহেবর কাছে জনাব আব্দুল কাইয়ুম বিষয়টি খুব শীঘ্রই ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন ।