সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনম্র শ্রদ্ধা নিবেদন
1 min readমুস্তাক রুমেন।।
“ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”
একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাঙালির রক্তঝরা এ দিনটিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। তাই ২১ ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন।
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় সিলেট শাখা। এ সময় উপস্হিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাএদল নেতা কামরুল আলম চৌধুরী, মাসুম আহমদ, সাদ্দাম হোসেন, মহানগর ছাত্রদল নেতা মোঃ সোহাগ ভুঁইয়া, ছাত্রদল নেতা কনক কান্তি দাস, দুলাল আহমদ,শাহজান মিয়া রুমান মালিক, জালাল আহমদ, মির্জা তামিম,মিজানুর রহমান, আকাশ আহমদ, রিপন চক্রবর্তী,সজিব আহমদ প্রমুখ।