ভাষা শহীদের রক্তে রাঙানো
1 min read[কাকলী আক্তার মৌ]
ভাষা শহীদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
দিন গড়িয়ে মাস গেলেও;ভুলতে নাহি পারি।
সহস্র নদী রক্তে রাঙিয়ে;ভাষা শিখালে মোরে,
তাইতো শহীদ স্মরণে অশ্রু;বাংলার প্রতি ঘরে।
ভাষা শহীদের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারি,
দোয়া মোনাজাত,প্রদীপ জ্বেলে স্মরণে অশ্রু ভরি।
রক্ত দিয়ে শিখায়ে গেলে;বাংলা ভাষার বুলি,
ভাষা শহীদের ত্যাগেই তাই,বাংলায় কথা বলি।
ভুলিনি মোরা,মনে রেখেছি,অন্তর কোণ ভরে,
ভাষা শহীদের স্মরণে তাই,প্রার্থনা প্রতি ঘরে।
ভাষা শহীদের অবদান কভু, ভুলার মত নয়,
অমর হয়েই থাকবে বাংলায়,ধরা যত দিন রয়।
যেই ভাষার ঐ কথায় জুড়ায় জাতির দেহ প্রাণ,
জীবন দিয়ে রাখব মোরা সেই ভাষার’ই মান।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)