বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম মাতৃভাষা
1 min read[এম,এবাদুর রহমান খান]
আজ সেই দিন বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম মাতৃভাষা।
আজ সেই অমর একুশে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের।যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার।
‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ে নানা আয়োজনে শুক্রবার শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করছে পুরো বাংলাদেশ।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা।
বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন ভাষার দাবিতে জড় হয়েছিল
শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতার জোড়াল মিছিল,
ব্যানার, পোষ্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্র ভাষা বাংলা চাই
ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর, আজ সেই দিন।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন তরুণ, নবীন, প্রবীণ মানেনি বর্বরতার আইন
বন্ধ হয়ে গিয়েছিল আফিস আদালত
সরকারী বেসরকারি সকল ব্যবসায় প্রতিষ্ঠান ,
রাজ পথে নেমে এসেছিল হাজারো সাধারণ জনতা
ভঙ্গ করে পাকিস্তানের ১৪৪ ধারা ।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন বাঙালী স্তব্দ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বর ব্যবহারে
ভাষা সৈনিকের রক্তে লাল হয়েছিল রাজ পথ
আমরা হারিয়েছি আমাদের সংগ্রামী ভাই
রফিক শফিক সালাম বরকত জব্বার নাম না জানা কত গুলো তাজা প্রাণ ।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাঁদের ,
যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা,
মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা বাংলা ভাষা ,
আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি ।
লেখক: এম এবাদুর রহমান খান (সীমান্তের আহ্বানের প্রতিনিধি)