প্রচলিত পন্থায় নয় শাশ্বত পন্থায় শ্রদ্ধাঞ্জলি
1 min read[সাইদুজ্জামান আলহায়দার]
শরীয়তে অবৈধ পদ্ধতি তথা ফুল, গান, নারী -পুরুষে একসাথে ডেন্স,নিরবতা পালন ও নর-নারীর অাসরে ইনজয় করে শহীদদের আত্মার সাথে উপহাস বৈ কিছু নয়।
পক্ষান্তরে ঐতিহাসিক এইদিনে শাশ্বত শরীয়তের বৈধ পন্থায় তাদের তরে আলোচনা সভা, নামাজ, তিলাওয়াতে কুরআন,সদকা ও এতীম মিসকিন অনাথ অসহায় গরীব লোকদেরকে আহার করানোর মাধ্যমে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ’ই হবে প্রকৃত অমর একুশে ফেব্রুয়ারি আমরা কী ভুলিতে পারি।