নতুন কিছু
1 min read[কাজী কাবেরী সুলতানা]
ছন্দে ছন্দে মিলিয়ে
আর কত কবিতা বলি
আজ হোক না নতুন কিছুর
সাথে জানাজানি।
একটি নয়, দুটি নয়
তারা থাকে শত দলি
এক সাথে থাকে
কখনো করেনা ছাড়াছাড়ি।
স্টার্টলিং পাখির দল যে তারা
করে শুধু মাতামাতি
এক সাথে হয়েই খাবারের খোঁজে
চলে যায় সব পাখি।
তাদের মত আরো আছে
ফ্লামিঙ্গো ও হেরি
ছায়ার মত থাকে আবার
করেও ছোটাছুটি।