দেশে ফিরলেন রাষ্ট্রদূত, বৈরুত বিমান বন্দরে প্রবাসীদের শেষ বিদায়
1 min readহেলাল আহমদ, লেবানন থেকে :: দীর্ঘ সাড়ে চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেলেন লেবাননের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি ২০১৫ সালের ১২ আগষ্ট লেবাননের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন। একই সঙ্গে তিনি সাইপ্রাসেরও রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
২০শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার একটি ফ্লাইটে লেবানন ত্যাগ করেন তিনি।
তাকে বিদায় জানাতে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ, লেবাননে জলসীমানায় অবস্থিত বাংলাদেশ নৌবাহীনির সদস্যবৃন্দ সহ বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ ও কমিউনিটির অন্যান্য নেতাকর্মী সহ সাধারণ প্রবাসীরা। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও তার সহধর্মীনি সাদিয়া সরকার শেষবারের মত সকলের সকলের নিকট হতে বিদায় চেয়ে নেন।
উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম বিষক প্রথম সচিব আব্দুল্লাহ আল মানুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, মোবাশ্যর হোসেন, লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি, সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, প্রচার সম্পাদক মহসীন মৃধ্যা অনেকে।