এমন যদি হত
1 min read[কাকলী আক্তার মৌ]
আচ্ছা,এমন যদি হত-
শহীদ স্মরনে সবাই মিলে,নামাযে দাড়িয়ে যেত।
আচ্ছা,এমন যদি হত-
দিনের শুরুতে সবাই হত;দোয়া মোনাজাত রত।
আচ্ছা,এমন যদি হত-
দিনের শুরুতে কোরআন পাঠে সবাই হত রত।
আচ্ছা,এমন যদি হত-
কোটি টাকার ফুল না কিনে;অনাহারীকে অন্ন দিত।
আচ্ছা,এমন যদি হত-
শহীদ স্মরনে,সবাই হত তওবা ইসতিগফারে রত।
এমন যদি হত,
তবে কতই ভাল হত।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)