[আনীসুল মুরসালীন]
একুশ মানে ব্যথা
একুশ মানে চেতা
একুশ মানে বায়ান্নতে
লড়াই করে জেতা।
একুশ মানে স্মৃতি
একুশ মানে প্রীতি
একুশ মানে ছুড়ে ফেলা
পাকিস্তানের রীতি।
একুশ মানে আশা
একুশ মানে হাসা
একুশ মানে ভাষার প্রতি
সবার ভালোবাসা।
(লেখকের নিজের হাতে আঁকা শহিদ মিনার)
Post Views: 1,338