অমর একুশে ৪ দলীয় ক্রিকেট লীগের চ্যম্পিয়ান দক্ষিণভাগ ড্রাগন্স
1 min readএম,এবাদুর রহমান খান।।
বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী ক্রিকেট গ্রাউন্ড তেরাদল ক্রিকেট মাঠে তেরাদল ক্রিকেট দলের আয়োজনে অমর একুশে ৪দলীয় ক্রিকেট লীগের সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা দক্ষিণভাগ ড্রাগন্স ও দক্ষিণ দুবাগ ওয়ারিয়র্স এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে এ মাসের প্রথম দিকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
উক্ত টুর্নামেন্টে ৪ টি দলের মধ্যে সীমাবদ্ধ ছিল
অংশগ্রহণ করেছিলো
১, তেরাদল ডেভিল্স
২. সুতারকান্দি নাইট রাইটার্স
৩. দক্ষিণ দুবাগ ওয়ারিয়র্স
৪। দক্ষিণভাগ ড্রাগন্স
প্রত্যেক দল ২ ম্যচ করে একে অন্যের প্রতিধন্দ্ধিতা জরে ফাইনালে যায় দক্ষিণ দুবাগ ওয়ারিয়র্স ও দক্ষিণভাগ ড্রাগন্স
টসে জিতে ব্যট করতে নেমে ১৫ ওভার ৩ বল শেষে ১২৯ রান করে অল আউট হয়ে প্রেভিলিয়নে ফিরে আসেন সকল ব্যট্সম্যনরা
পরে ১৩০ রানের টার্গেটে ব্যট করতে নামেন দক্ষিণ বাগ ৩ উইকেট হাতে রেখে ১২ ওভারে ১৩২ রান করে বিজয় নিশ্চিত করে।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং শেওলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যন জনাব আখতার হোসেন খান জাহেদ, মস্তফা উদ্দিন চৌধুরী, আব্দুল করিম তাজুল, ৯ নং ওয়ার্ড মেম্বার ছালে আহমদ সহ অন্নান্য অতিথি বৃন্দ।