“বিয়ে”
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
“বিয়ে হল ধর্ম-কর্ম
ইসলাম মানে যারা,
মানব জীবন হয়না পূর্ণ
বিয়ে সাদী ছাড়া!
সুনির্দিষ্ট সময় সীমায়
পরবে যে নর-নারী!
নিকাহ নীতি জানা-মানা
খুব বেশি দরকারী!!
ভাগ্যলিপি দিক না ছাপি
যেথায় তোমার ঘর!
রিজিক তোমার সেথা-ই আছে
হোক না যেমন বর!!
ভালোর জন্য চেষ্টা কর
সাথে কর দোয়া,
খোদার দেয়া জীবন যৌবন
যায় না যেন খোঁয়া!
চেষ্টা মাঝেই সাফল্যতা
আল্লাহ যদি চান,
তিনিই তোমায় দান করিবেন
উত্তম প্রতিদান!
দ্বীনদারীটা সামনে রেখো
দুনিয়াটা পিছে,
ক্ষণিকের এই দুনিয়াদারী
সব-ই কিন্তু মিছে.!
লেখক:- আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)