জান্নাতের বাড়ি
1 min read[কাকলী আক্তার মৌ]
নারী তুমি অমূল্য ধরায়;
সোনার চেয়ে বেশি,
বেপর্দা করে চল না তাই;
যখন তখন খুশি।
মান যৌবন লুকিয়ে রেখ;
পর্দার আড়ালে,
ফিরে পাবে না,বেপর্দা করে;
একবার হারালে।
দ্বীন দিয়েছে উচ্চ মান;
পর্দায় হও ধন্য,
রূপ যৌবন দেখিয়ে হেঁটে
হইও না সস্তা পণ্য।
নামায পড়ে কোরআন পড়
পর্দা কর রোজ,
জান্নাত তখন হন্যে হয়ে
নিবে তোমার খোঁজ।
তুমি রহমত,তুমি বরকত
অতুলনীয় নারী,
তুমি মায়া তুমিই মমতা;
জান্নাতেরই বাড়ি।
লেখক: কাকলী আক্তার মৌ (সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)