কটারকোনা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
1 min readকুলাউড়া প্রতিনিধি :: ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলাধীন কটারকোনা আঞ্চলিক শাখার উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারী ২০২০ বৃহস্পতিবার স্থানীয় কটারকোনা বাজারে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে আব্দুল বাসিত সুমনের সঞ্চালনায় প্রথমেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী ওলিউর রহমান,ইসলামী নাশিদ পরিবেশন করেন শিল্পী খাইরুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান,কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমদ,হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ,সাংগঠনিক সম্পাদক আহমেদ জুবায়ের মাহিদ,সহ-সাংগঠনিক আবু হানিফ সহ প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ আব্দুল বাসিত সুমনকে সভাপতি,আহমেদ রাজুকে সাধারণ সম্পাদক এবং হাফেজ নাঈম আহমেদকে সাংগঠনিক সম্পাদক দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।