ওমানে সংবর্ধিত হলেন এম শাহিন আহমেদ
1 min readনিজস্ব প্রতিনিধি ।।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লক্ষিবাউর গ্রামের কৃতি সন্তান,সফল সংগঠক, তরুণ সমাজ সেবক ও প্রবাসের ডায়েরি’র প্রতিষ্ঠাতা সম্পাদক, এম শাহিন আহমদের সম্মানে বুধবার রাত ৮টায় ওমানের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সালালাহর একটি অভিজাত হোটেলে সংবর্ধনা প্রধান করা হয়।
এতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কমিউনিটি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের দায়িত্বরত সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তারা বলেন,এম শাহিন আহমেদ আমাদের সন্তান সে এই বয়সে আমাদের নজর কেড়েছে। সে একজন সফল সমাজ সেবক এবং বাংলাদেশ কমিউনিটিতে তার অবদান অনস্বীকার্য। আমরা স্বীকার করি এম শাহিন অর্থবিত্ত কিংবা পেশীশক্তি ব্যবহার করে এই সম্মান অর্জন করেনি সে সত্যিকারের একজন তরুণ সমাজ সেবক এবং এই প্রজন্মের আইকন।
সুনামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বলেন,শাহিনের এই সম্মান কেবল তার একার কৃতিত্ব নয়,এটা আমাদের ও তাঁর ইউনিয়নের মানুষের কৃতিত্ব। সে একদিন আলো ছড়াবে এবং সবাইকে আলোকিত করবে এই প্রত্যাশা করি।
সভায় আরো উপস্থিত ছিলেন, ওমানে অবস্থানরত বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশী প্রবাসীরা।