শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসী শাহজাহান আলীর নিরাপদ সফর প্রত্যাশী
1 min readএইচ এম জিয়াউর রহমান:-
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ছনখাইড় গ্রামের কৃতি সন্তান। নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জুবেদ আলী সাহেবের সুযোগ্য সন্তান,বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক জনাব শাহজাহান আলী সাহেব বিগত ৭ই ফেব্রুয়ারি রোজ বুধবার সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশ গমন করেন। দীর্ঘদিন যাবত তিনি স্হায়ীভাবে স্বপরিবারে ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে বসবাস করে আসছেন।জনাব শাহজাহান লন্ডন অবস্হান করেও সর্বাবস্থায় এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে থাকার সর্বোপরি চেষ্টা অব্যয় রাখতে ত্রুটি করেন না
তিনি যেমন এলাকার মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এলাকার লোকজনও একিভাবে তাকে ভালোবাসেন।জনাব শাহজাহান আলী অনন্য এক মহৎ ব্যক্তি।দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও তিনি জড়িত রয়েছেন।সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল ১৮-ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ফের সিলেটের উসমানী বিমান বন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করবেন।তিনি তার এলাকা ও দেশবাসীর কাছে নিরাপদ সফর প্রত্যাশী।
ছবিটি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শাহজাহান আলী সাহেবের সাথে এলাকার সর্বস্তরের প্রিয়জনদের সাথে কুশল বিনিময়কালে তুলা হয়েছে।