ব্যর্থতার গ্লানিতে সফলতা হাসে
1 min read[কাকলী আক্তার মৌ]
যখন তুমি জগত ভূমে কাজে ব্যর্থ হবে,
লোকের কথা শুনে শুনে জর্জরিত ভবে;
ব্যর্থ মনে কষ্ট পেয়ে আশা ছেড়ে দিবে,
কেমন করে সফলতা,বুকে টেনে নিবে?
চেষ্টা তুমি করে যাও;ছাড় নাহি আশা,
বারে বারে কর তুমি;জাগাও মনে নেশা।
আটকে যখন, যাবে যেথায়-
কর শুরু সেথায়।
ব্যর্থ হবে বারে বারে,ভুলে হবে বিফল,
চেষ্টা তুমি করেই যাও;হবেই হবে সফল।
আড়ালে হাসবে ঠিকই লোকে,
পরিহাসে পাবে আঘাত বুকে।
তবু,চলবে না দমে গেলে-
দিন শেষে,বিজয়ের ঘ্রাণ,লাগবে ঠিকই দিলে।
তখন,উপহাস হবে ফুলের সুভাস,টোকা দিবে মনে,
আন্দলিত হবে দেহ;ছড়িয়ে যাবে প্রাণে।
লেখক: কাকলী আক্তার মৌ।
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)