নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি নামে ৫৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আব্দুল জব্বার মিয়া স্ত্রী। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বিজনা ব্রীজ নামকস্থানে। সকালে ঘনকুয়াশা থাকার কারনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার সকালে একই উপজেলার রায়পুর গ্রামের অসুস্থ ছোট বাসুরকে দেখতে যান চান বিবি। সেখান থেকে বাড়ি ফেরার পথে সিএনজি যোগে রওনা হন তিনি। এসময় বিজনা ব্রীজ নামকস্থানে সিএনজিটি পৌছামাত্র ঘনকুয়াশার কারনে নিয়ন্ত্রয় হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত চান বিবিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।
আন্তঃজেলা ডাকাত সর্দার শিশু নবীগঞ্জ পুলিশের খাচায়
আশাহীদ আলী আশা
আন্তঃজেলা ডাকাত সর্দার শিশু বালিখাল নামকস্থান থেকে নবীগঞ্জ থানা পুলিশের ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের ময়না মিয়ার পুত্র শিশু মিয়া (৪০)। শিশু মিয়ার বিরুদ্ধে আদালত ও থানায় একাধিক মামলা রয়েছে। সে কয়েকটি মামলার পলাতক আসামী ছিল। এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ডাকাত শিশু গ্রেফতারের খবরে ওই এলাকায় শান্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার শিশুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মঙ্ঘলবার ধৃত আসামীকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করি।