জামিয়া মাদানিয়া বিশ্বনাথে মুফতী সাইফুল ইসলাম দাঃবাঃ
1 min readএইচ এম জিয়াউর রহমান।।
বৃটেনের প্রখ্যাত শায়খুল হাদীস।ইবনে সীরীনে যামান।ইংরেজী ভাষায় বোখারী শরীফের প্রথম ব্যাখ্যাগ্রন্থের লেখক।আল্লামা মুফতী সাইফুল ইসলাম দা.বা.।১৮/০২/২০ইং বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহ.প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসায় গমন করেন।
*হযরত প্রথমে জামিয়ার একাডেমিক বিভাগ পরিদর্শন করেন।
*জামিয়ার নির্মাণাধীন সাত তলা ভবনের কার্যক্রম পরিদর্শন করেন।
*বাদ জোহর জামিয়ার জামি মসজিদে বোখারী শরীফের দরস প্রদান করেন।
*জামিয়ার মহিলা শাখা পরিদর্শন করেন এবং ছাত্রীদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।
*এ সময় উপজেলা জমিয়তের পক্ষ থেকে হযরতকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
*জামিয়ার নিয়মিত প্রকাশনা মাসিক আল ফারুকের ধারাবাহিকতায় আনন্দিত হন।
এ সময় জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী,জামিয়া মুহাম্মাদিয়ার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক,পাঠাকইন মাদরাসার প্রিন্সিপাল মুফতী লুৎফুর রহমান,মীরেরচর মাদরাসা নির্বাহী প্রিন্সিপাল মাওলানা সামছুল ইসলাম,জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষা সচিব মাওলানা আব্দুল করিম,মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম ছমীর,জামিয়ার শুরা সদস্য হাজী ফজর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মুফতী সাইফুল ইসলাম দা.বা.।বৃটেন তথা ইউরোপজুড়ে ইলমে ওহীর জগতে সেরাদের একজন।বৃটেনের প্রখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া খাতামুন নাবিয়্যীন ব্রাডফোর্ড এর প্রতিষ্টাতা মুহতামীম ও শায়খুল হাদীস।এ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশে বেশ কয়েকটি মাদরাসার প্রতিষ্টাতা তিনি।আধ্যাত্নিক জগতে তিনি শায়খ ইউসুফ মুতালা রহ.র খলিফা ও জানিশীন।স্বপ্নের ব্যাখ্যা দানে তিনি যেন কালের ইবনে সিরীন।ইংরেজী ভাষায় বোখারী শরিফের ব্যাখ্যাগ্রন্থসহ শতাধিক গ্রন্থ রচনা করেছেন।
তথ্যসূত্র: মাওঃ হাসান বিন ফাহিম।
শিক্ষক অত্র মাদ্রাসা।