সাংবাদিক মামুনের সাথে অশুভ আচরণ করেন হাসপাতালের ডাঃ জীবন
1 min readস্টাফ রিপোর্টার, হবিগঞ্জ।।
হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিসিন কনসালডেন্ট ডাঃ জীবন সাংবাদিক মামুনের সাথে অশুভ আচরন করেন।এ ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রয়ারি রবিবার হাসপাতালের মহিলা মিডিসিন ওযার্ডে।দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও ঢাকা প্রেসক্লাবের সদস্য শাহ্ মোঃ মামুনুর রহমান জানান, তার স্ত্রী মোছাঃ সাজমিন আক্তার পেট ব্যথায় অনুস্হ হয়ে ১৪ ফেব্রয়ারী শুক্রবার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।১৬ ফেব্রয়ারি রবিবার হাসপাতালে মহিলা মেডিসিন ওযার্ডে রোগি দেখেন ডাঃ জীবন,এসময় ডাঃ জীবনের সাথে সাংবাদিক মামুন তার স্ত্রীর চিকিৎসার বিষয় কথা বলতে গিয়ে ডাঃ জীবন এসময় তির্জক সুরে পরিক্ষা নিরিক্ষা করার জন্য বলে উঠেন ও অশুভ আচরন করেন।রোগিকে ভাল ভাবে না দেখে রেগে উঠেন এবং রোগিকে সিলেট রেফার্ড করে দেন।পরে সাংবাদিক মামুন চিকিৎসা না পেয়ে বিভ্রান্তিতে পড়েন।পরে এ বিষয়টি হাসপাতালের আর, এম ও কে অবগত করা হয়।