মনে আমার যত গান;
যত সুর বাজে,
গেয়ে ফিরি প্রভুর শান
দিবা নিশি সাজে।
ভালবাসা, মায়া, প্রেম;
কমে না তো কভু,
গোলাম আমি এ জগতে;
তুমিই মোর প্রভু।
জান্নাতের আশা করে;
গুণ নাহি গাই,
মরনে, তোমার নূরের;
দীদার যেন পাই।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)